নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

ফতুল্লায় সংখ্যালঘুর বাড়িতে ছাত্রলীগ ক্যাডারদের হামলা, আহত ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় সংখ্যালঘুর বাড়িতে ছাত্রলীগ ক্যাডারদের হামলা, আহত ১

ফতুল্লার শিয়াচরে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। এসময় হামলাকারীরা পার্থ চন্দ্র দাস (২৬)নামক এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ওই বাড়ীতে বেড়াতে আসা দুই নারী সদস্যকে মারধর করে।ব্যাপক ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করা হয় বাড়িটির। 

 

জানা গেছে, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের ছেলে জেলা ছাত্রলীগ নেতা সামিউন সিনহা, ছাত্রলীগ ক্যাডার শুভর নেতৃত্বে রোববার (২৬ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় আহত পার্থ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামীলীগ নেতা মোবারকের পুত্র ও জেলা ছাত্রলীগ নেতা সিনহা,ছাত্রলীগ ক্যাডার শুভ ওরফে জুয়াড়ী শুভ ও আরিফের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ীতে প্রবেশ করে বাদীকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এ সময় বাদীকে বাঁচাতে তার বাড়ীতে বেড়াতে আসা তার ফুফু নয়ন রানী দাস, সাগর রাণী দাসকে এলোপাথাড়ী কিলঘুসি, চরথাপ্পার, লাথিমাড়িয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এক পর্যায়ে বাদীর চাচি রানী দাস এগিয়ে এলে তাকেও মারধর করে তার গলায় থাকা ত্রিশ হাজার টাকা মুল্যমানের  আট আনা ওজনের স্বর্নের চেইন  ছিনিয়ে নিয়ে যায়। বাদী ও তার পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়নাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।