নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ জুলাই ২০২৫

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৪, ১৬ মে ২০২২

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক আহত

ফতুল্লায় মাদক ব্যবসায়ীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে উজ্জল (৪২) নামক এক যুবক কে। রোববার (১৫ মে) রাতে ফতুল্লা থানার দক্ষিন সস্তাপুর কোতালরবাগ তাকওয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

 

এই ঘটনায় আহত সিদ্দিকুর রহমান উজ্জল বাদী হয়ে মাদক ব্যবসায়ী জনি(৩২), সামাদ (৩০), ইমন (৩০) ও জয়নাল (২৮) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, তার চাচার একটি পুকুরে মৎস চাষ নিয়ে স্থানীয় চিন্থিত মাদক ব্যবসায়ী জনির সাথে দ্বন্দ্ব চলছিলো।

 

এরই জের ধরে রোববার রাত সাড়ে এগারোটার দিকে বাইক যোগে নিজ বাসায় আসার পথে স্থানীয় তাকওয়া মসজিদের সামনে আসামাত্র দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে অপেক্ষামান জনি, সামাদ, ইমন ও জয়নালসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বাইকে গতিরোধ করে উজ্জল কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম সহ হামলাকারীরা বাদীর ব্যবহৃত বাইক টি ভাংচুর করে। 

 

এ সময় হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ডাক-চিৎকার করলে আহতের স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানায়,অভিযান পেয়েছি। তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।