নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নারী গার্মেন্ট কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৪৩, ২৩ মে ২০২২

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নারী গার্মেন্ট কর্মীর মৃত্যু

ফতুল্লায় বিদ্যুৎসৃষ্টে আয়েশা (১৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে।

 

ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়াটিয়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করে বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে কাজ করতেন তিনি।


নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।