নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৪০, ৬ ডিসেম্বর ২০২২

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাদের থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের সীলমান্দি গ্রামের আ. হালিমের ছেলে মো. নাসির মোল্লা (২৫) ও সদর পৌর সভার কৃষ্ণপুরা গ্রামের আম্বর আলীর ছেলে মো. কবির হোসেন (৩৫)। 


 আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির নেতাকর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল নিয়ে উপজেলার ইদবারদী বাসস্ট্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। 


এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সাতদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।