'গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো' এ স্লোগানে পরিবেশ সুন্দর রাখার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাকে সবুজে রুপান্তর করার লক্ষ্যে বৃক্ষ রোপণ করেছে কর্মসূচি করেছেন পুলিশ।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের উপস্থিতে এ বৃক্ষ রোপণ কর্মসূচি করা হয়েছে।
বৃক্ষ রোপণের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান (পিপিএম বার) বলেন, আমাদের সবার উচিৎ বৃক্ষরোপন করা। সবাইকে বেশি বেশি বৃক্ষরোপন করার জন্য আমাদের পুলিশ সুপার মহোদয় দিকনির্দেশনা দিয়ে থাকে। যতবেশি গাছ লাগাবো ততই আমাদের জন্য বা সমাজের জন্য উপকার।
প্রকৃতিকে যদি নিজের আয়ত্বে আনতে হয় তবে বৃক্ষরোপণের বিকল্প কোন পথ আমাদের সামনে নাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক, অপারেশন (ওসি) হাবিবুর রহমানসহ পুলিশ সদস্যরা।


































