
বন্দরে "মজবুত হলে পুষ্টি ভীত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত"এই শ্লোগানকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সারাদেশে ন্যায় জাতীয় পুষ্টি সাপ্তাহ-২০২৩ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়।
৭ জুন থেকে শুরু হওয়া পুষ্টি সাপ্তাহ ১৩ জুন পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মোঃ বোলায়েত হোসেন।
তিনি বলেন, পরিবারের পুষ্টির ভীত মজবুত করতে বয়স ও চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় পুষ্টি খাবার গ্রহন করতে হবে। মায়ের দুধের বিকল্প ও সমকক্ষ কিছুই নেই,শিশু জম্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবে।
শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। শিশুর বয়স ছয় মাসের পর থেকে দুই বছর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম পুষ্টি খাবার খেতে দিন।
তিনি আরো বলেন কিশোরদের স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী আয়রন-ফলিক এসিড ট্যাবলেট খেতে উৎসাহিত করুন। গর্ভবতী ও প্রসুতি মায়েদের বাড়িতে পুষ্টিকর খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী আয়রন-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খেতে উৎসাহিত করুন। প্রবীনদের পুষ্টির চাহিদার প্রতি নজর দিন।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা। সার্বিক তত্বাবধানে ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার নাহিদসহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীবৃন্দ।