নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৯ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মহসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৮, ২৯ জুলাই ২০২৩

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মহসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২৯ জুলাই) সকালে অন্তিম নিট কম্পোজিট পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে এ বিক্ষোভ করে।

 

এসময় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী হতে কর্নগোপ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 


শ্রমিকরা জানান, শ্রমিকদের ঈদের আগের কয়েক মাসের বেতন বকেয়া ছিল। তখন একমাসের বেতন বকেয়া রেখে বাকি টাকা পরিশোধ করে ঈদের ছুটি দেন কর্তৃপক্ষ। 


কিন্তু ঈদ শেষে একমাস পার হলেও কারখানা বন্ধ রয়েছে। কবে কারখানা চালু হবে তাও শ্রমিকদের জানানো হচ্ছে না। 


এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে শ্রমিক ও স্টাফরা একত্রিত হয়ে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।


রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।