নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

বন্দরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৩, ৩০ জুলাই ২০২৪

বন্দরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দরে সুমন (১৬) নামে এক কিশোরের ঝুলান্ত মৃতদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।   মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগর এলাকার প্রতিবেশী কবির হোসেনের  টিনের ঘর থেকে ওই ঝুলন্ত  লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমন বন্দর উপজেলার পিচকামতাল এলাকার মৃত ওমর মিয়ার  ছেলে।

এলাকাবাসী সূত্রে  জানা গেছে, কিশোর  সুমন তার  বড় ভাই শাহজাহান মিয়ার শালী তানজিলা'র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে । প্রেম সংক্রান্ত  ঘটনাকে কেন্দ্র করে  গত সোমবার বিকালে প্রেমিক সুমনের  বড়  ভাই  তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। 

পরে সোমবার রাতে যে কোনো সময়ে প্রেমিক সুমন  কবির মিয়া বাড়ির টিনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। প্রতিবেশীরা মঙ্গলবার  সকালে ঘরে ঝুলন্ত লাশ দেখতে পুলিশকে খবর দেয়।  

পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। বন্দর থানার এসআই মো. মফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন  করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।