নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৮, ১৬ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এরআগে মঙ্গলবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ কোর্টে রফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার মা সুফিয়া বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। মামলায় আরও ১০০-১২০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন রিজভী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল আশরাফসহ নারায়ণগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন স্থানের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলার এজহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হীরাঝিল এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর ঘটনাস্থলে থাকা মানুষজন আহত অবস্থায় রফিকুল ইসলামকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফারেন্স করে। এরপর গুরুতর আহত অবস্থায় সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।