নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, রেহানা ও শামীম ওসমানসহ ১১৭ জনের নামে মামলা (তালিকাসহ)

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, রেহানা ও শামীম ওসমানসহ ১১৭ জনের নামে মামলা (তালিকাসহ)

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাফেজ মো. হোসাইন আহম্মেদ (২০) নামে এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  শেখ রেহানা, সাবেক এমপি একে এম শামীম ওসমানসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার রাতে হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরো ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, গত ৫ আগস্ট আসামিরা লাঠি-সোটা, রাম-দা ও আগ্নেয়াস্ত্র সহ শান্তিপ্রিয় ছাত্র-জনতাকে হত্যা করার উদ্দেশ্যে ধাওয়া শুরু করলে তখন আন্দোলনরত ছাত্র-জনতা প্রাণ রক্ষার্থে দিক-বিদিক ছুটাছুটি করে পালাতে  গেলে আসামীরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর গুলি বর্ষন করে। 

একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে আমাকে লক্ষ্য করে অনবরত গুলি করিতে থাকলে আমি প্রাণ রক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় তন্মধ্যে ৫/৬ জন আসামি আমাকে চারদিক দিয়া ঘিরে ফেলে এবং তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র যারা আমার ডান হাতের বাহুতে ক্রমাগত গুলিবর্ষণ করে হাতের হাড়, মাংস ও রগ শরীর হতে ছিন্ন বিচ্ছন্ন করে ফেলে।

এতে ব্যাপক রক্তক্ষরণ হলে আমি অচেতন হয়ে রাস্তায় পড়ে যাই। এ সময আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার হাতটি কেটে ফেলা হয়। অদ্যাবধি আমি শারীরিকভাবে গুরুতর অসুস্থ্য ও কর্ম অযোগ্য হয়ে পড়িয়াছি। 

মামলার আসামিদের তালিকা :

১। শেখ হাসিনা (৭৭)  ও ২। শেখ রেহেনা (৭০) উভয় পিতা মৃত শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি, ঢাকা, 

৩। একেএম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত একেএম শামসুজ্জোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা-নাঃগঞ্জ সদর

৪। কবির বিন আনোয়ার (৬৫), (সাবেক মন্ত্রি পরিষদ সচিব) পিতা। অজ্ঞাত, 

৫। তোফাজ্জল - হোসেন মিয়া (৬০) (সাবেক মুখ্য সচিব) শিতা; অজ্ঞাত, 

৬। মাহবুবুর রহমান (৬২) (সাবেক মুখ্য সচিব), পিতা অজ্ঞাত, সর্বদাং- গুলশান, ঢাকা, 

৭। এসএম সোহেল রানা (৪২), পিতা রুবাইদুল্লাহ (এ্যাজউদ্দিন), সাং- দিকপাড়া, শেরপুর সদর, শেরপুর হাল সাং- বাড়ি নং-০৯, রোড নং- ০১, সেক্টর নং-১৩, উত্তরা, ঢাকা,

৮। হোসেন মোঃ আল-আমিন (৩৮), পিতা মোঃ আব্দুস সালাম, মালিজীকান্দ, থানা ঝিনাইগামী, শেরপুর, হাল সাং-১৬৬/১, মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা,

৯। মোঃ মাজহারুল ইসলাম সুমন (৫০), পিতা, অজ্ঞাত, সাং-আইস্টার ক্যামিকেল বাংলাদেশ, 

১০। মোঃ বুলবুল হোসেন (৪৫) পিতা আব্দুল করিম, সাং কোলাগাও, পটিয়া, অট্টগ্রাম, 

১১। নাছির মিয়া (৩৪), পিতা: দিলু মিয়া, সাং-১নং ওয়ার্ড, পটিয়া, চট্টগ্রাম,

১২। মোঃ মোর্শেদ আলম (৩৪), পিতা মৃত: সামছুল আলম, সাং-০১নং ওয়ার্ড, কোলাগাও, পটিয়া, চট্টগ্রাম, 

১৩। বসিরুল আলম (৬০), শিতা, মৃত এভালাস মিয়া, সাং- নলাম্মা মজিদ আলী তালুকদার বাড়ি, সাং-০১নং ওয়ার্ড, কোলাগাও, পটিয়া, চট্টগ্রাম 

১৪। আবু সাইদ তানভীর (৪৫), পিতা, জাফর আহমেদ, দক্ষিণ গোবিন্দরখিল, পটিয়া, পটিয়া, গ্রট্টগ্রাম, 

১৫। মোঃ নাছির (বি.জি.এম.এ নাছির) (৬৫), ৭/ পিতা: আব্দুল করিম,শেভনদন্ডী, পটিয়া, চট্টগ্রাম, 

১৬। সেলিম নবি (৫০), পিতা, নবি সওদাগর, সাং- ভাটিখাইন, পটিয়া, অটুট্টগ্রাম 

১৭। দিদার ৫/ আলম দিদার (৪৫), পিতা। আদুল খালেক, সাং- শুভদন্ডি, পটিয়া, চট্টগ্রাম,

১৮। হাবিবুল হক (৫২), পিতা, মৃত ইলিয়াছ, সাং-শুভদন্ডি, পটিয়া ১৯১২ট্টগ্রাম, 

১৯। মতিউর রহমান মতি (৫৫), পিতা- মৃত বাদশা মিয়া, সাং-আইলপাড়া সুমিলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, 

২০। হানিফ (৪৫) পিতা মৃত কাদির মেধার সাং আইলপাড়া, সুমিলপাড়া, খানা-সিদ্ধিরগঞ্জ,

২১। শাহ নিজাম (৫৬), পিতা শাহ নুর উদ্দিন সাং চাষাড়া খানা-নাঃ গঞ্জ সদর, 

২২। ভাগিনা মামুন (৪০), পিতা- আতাউর রহমান মাষ্টার, সাং-আইলপাড়া, সুমিলপাড়া, খানা-সিদ্ধিরগঞ্জ ৭৫, জেলা-নারায়ণগঞ্জ,

২৩। তোফায়েল হোসেন (৫২) পিতা-মৃত লিস মিয়া সাং-সানারপাড় দোলেশ্বর থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ, 

২৪। হাজী ইয়াছিন (৬২), পিতা-মৃত মূলফত আলী, সাং-মিজমিজি পশ্চিম পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ, 

২৫। আজমেরি ওসমান (৪৫), পিতা- মৃত নাসিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা-নাঃগঞ্জ, 

২৬। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে. এম শামিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, থানা-নাঃগঞ্জ, 

২৭। পানি আক্তার (৩৮), পিতা- আবদুল করিম, সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

২৮। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন, উভয় সাং-সুমিলপাড়া আইনপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

২৯। নুরউদ্দিন মিয়া (৫৫), পিতা- মৃত বদরউদ্দিন, সাং- টেক পাড়া শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩০। দুরুজ্জামান জজ মিয়া (৫৮), পিতা- মৃত বদরউদ্দিন, সাং- টেক পাড়া শিমরাইল, থানা- সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩১। মুরসালাম (৬৫), পিতা- মৃত বদরউদ্দিন, সাং- টেক পাড়া শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩২। নূরুল হক (৫৩), পিতা- মৃত বদরউদ্দিন, সাং- টেক পাড়া শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৩। জহিরুল (৪০), পিতা-মৃত ধনু মেম্বার, সাং- শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৪। মনির (৪৫), পিতা-মৃত ধনু মেম্বার, সাং- শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৫। নজরুল (৪৭) পিতা-মৃত ধনু মেম্বার, সাং- শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৬। লোকমান (৬২), পিতা-লৎফর রহমান, সাং-বাঘমাড়া, সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৭। আব্দুল হাই মেথার (৬০), পিতা- মাইনউদ্দিন সাং-ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৩৮। মো. আক্তার হোসেন (৫০), পিতা। মৃত। ছিনিক মিয়া, টেকপাড়া, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 

৩৯। হামিদ (৫৬) পিতামৃত-হযরত আনী সাং-আইলপাড়া সুমিলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, 

৪০। সুমন (৪৩) পিতা-শহিদুল্লাহ সাং-আইলপাড়া কুমিলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪১। মুন্না (২৫) পিতা-মোতালেব সাং-এসও রোড, থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৪২। হিয়া (২৭) পিতা-অজ্ঞাত মাতা-রহিমা সাং-আইলপাড়া সুমিলপাড়া খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪৩। সুমন (২৮) পিতা-সূর্য সাং-আইলপাড়া সুমিলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,

৪৪। নুরুজ্জামান (৪৬) পিতামৃত-জয়নাল সাং-আইনপাড়া নদীরপাড় খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪৫। ফয়সাল (৩০৫) পিতা-ফিরোজ সাং-আইলপাড়া নদীরপাড় ডিপোর পিছনে থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, 

৪৬। আল আমিন (২৫) পিতা-রব মিয়া সাং-এসও রোড বায়রাবাড়ী থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪৭। মোস্তফা (৩৫) পিতা- আজিজ সাং-রেললাইন বাসানের বাড়ীর উত্তর পাশে খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪৮। রুহুল (৪০) পিতা-সাহেদ আলী সাং-এসও মন্ডলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৪৯। নিরব (২৫) পিতা-শহিদুল্লাহ সাং-এরও রোড মন্ডলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫০। কবির (৪৩) পিতা-আইয়ুব আলী সাং-এসও রোড মন্ডলপাড়া খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫১। খাজা (৩০) পিতা-পইড়া সাং- মন্ডলপাড়া খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫২। ইলিয়াস (২৬) পিতা-সিরাজ সাং-মুনলাইট গার্মেন্টস থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৩। খোকন (২৭) পিতা-মতিউর সাং-মন্ডলপাড়া খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৪। সালাউদ্দিন (৩৭) পিতা-টুয়া সাং-এসও রোড থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৫। ইকবাল (৩০) পিতা-রহিমুদ্দিন সাং-রেললাইন মাওলানার বাড়ীর পাশে থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৬। খোকন (৩০) পিতা-ইনা সাং-এসও রোড গোদনাইল খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৭। নাক নাজির (২৫) পিতা-অজ্ঞাত সাং- বায়রাবাড়ী থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৮। সাইফুল (৩২) পিয়া-কাদির সাং-পদ্মা ডিশোর গেইট থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৫৯। এছাক আলী পিতা- ছাদেক আলী সাং-মন্ডলপাড়া কবরস্থান থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৬০। জাহিদ (৩০) পিতা-আফির উদ্দিন সাং-বামীশীল থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৬১। আলমগীর (৩২) পিতা-মুর আলম সাং-পরা রেলের ডিপো গেইট খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৬২। নাসির (৫৩) পিতা-অজ্ঞাত সাং-আজিজ ম্যানশন সোনাদিয়া বাজার, থানা-সিদ্দিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ, 

৬৩। আবুল (২৭) পিতা-আমির আলী সাং-মুন লাইট দক্ষিন পাশের গ্রোড থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ 

৬৪। রাশেন (২৩) শিরা-অজ্ঞাত সাং-মুন লাইট গার্মেন্টস রোজ খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৬৫। আঙ্গারী সাদ্দাম (২৮) পিতা-অজ্ঞাত সাং-মন্ডনশোড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, 

৬৬। বিল্লাল (২৮) পিতা-মজিবর সাং-আইলপাড়া থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,

৬৭। দেলু (২৩) পিতা-খবর উদ্দিন সাং- দক্ষিন আইলপাড়া নদীরঘাট থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৬৮। আনোয়ার হোসেন মেহেদী (৪৮), পিতা আফিরউদ্দিন মাদবর, সাং- গোদনাইল, বর্মীস্ট্যান্ড,   থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৬৯। মো: মাসুম (৩৭), পিতা সাইজুদ্দিন মাদবর উভয় সাং- গোদনাইল, বর্মীস্ট্যান্ড,   থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৭০। শামীম (৫৫) পিতামৃত-আজিজ, সাং-সোনামিয়া মার্কেট, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭১। মিজান (৩৭) পিতা-নিজাম উদ্দিন সাং-সুমিলপাড়া আইলপাড়া, খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭২। মোহাম্মদ আলী (৩৬) পিতা- মতিন সাং-সুমিলপাড়া আইলপাড়া, খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭৩। হযরত আলী (৪০) পিতা-জসিম চৌকিদার সাং-সানারপাড় খাদা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭৪। ইমান আলী (৪৮) পিতা-চান মিয়া সাং-সানারপাড় থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭৫। দ্বীন ইসলাম (৩৮), পিতা তাজু মিয়া, সাং- হিয়াঝিল (ডাচ্ বাংলা ব্যাংকের পেছনে),  থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৭৬। আবু সাইদ (৩২) পিতা-মৃত আতিকুল্লা সরদার সাং-লয়াআটি মুক্তিনগর থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭৭। মোঃ আব্দুর রহমান জিসান (৪০), পিতা তাছনিম পাটোয়ারী, সাং- সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৭৮। সফিক (৩২) পিতা-খালেক মিয়া সাং-নিমাইকাশারী খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, 

৭৯। সুলতান আহমেদ সরকার (৫৫), পিতা মৃত আব্দুর রসুল, সাং- বাগমাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮০। ল্যাংড়া রবিউল (৪০) পিতা-অজ্ঞাত সাং-আইলপাড়া সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮১। হাবিবুল্লাহ হবুল (৬০), পিতা- আহসান উল্লাহ, সাং- ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮২। রুহুল আমিন (৪৬) পিতা-মৃত আতাউর রহমান, সাং- এস ও মন্ডল পাড়া,  থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৩। সালাউদ্দিন সানি (৪২), পিতা- মৃত সামসুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া, সাং- কদমতলী, সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

৮৪। হিয়া (৫০) পিতা-আবেদ আলী, সাং-সানারপাড়, লন্ডন মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৫। মাহবুবুর রহমান (৪৯), পিতা- বাদশা মিয়া, সাং- আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৬। তাজিম বাবু (৫৫), পিতা-মৃত সাহেদ আলী, সাং- মুন্সিপাড়া, সিদ্ধিরগঞ্জ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৭। আমির হোসাইন ভান্ডারী (৬০), পিতা- মাইনউদ্দিন, সাং- আটি ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৮। ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), পিতা- আব্দুল মোতালেব, সাং- মিজমিজি পশ্চিম পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮৯। নোয়াখাইল্যা সম্রাট (৫২), পিতা-আব্দুর রউফ সাং-বাঘমারা, মুক্তিনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯০। মহিউদ্দিন (৪৫), পিতা-মৃত-আঃ কাদির মোল্লা, সাং- দক্ষিন সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯১। আলমগীর (৪০), পিতা মৃত-ওহিদ মিয়া, সাং-নয়াআটি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯২। দেলোয়ার হোসেন দেলু (৫০), পিতা- সিদ্দিক মিয়া, সাং- টেকপাড়া, শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৩। ঝন্টু (৪৮) পিতা মৃত-হযরত আলী সাং-শিমুলপাড়া মুন লাইট হলের পিছনে, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৪। জিবন (৩৭) পিতা-মৃত ইউসুফ মিয়া সাং-কদমতলী খালপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। 

৯৫। রুজুল আমিন মোল্লা (কাউন্সিলর) (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-ধনকুন্ডা, গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৬। মেহেদী হাসান রুবেল (৩০) পিতা-আবুল কালাম সাং-বাঘমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৭। মামুন (৩২) পিতা-তমিজ উদ্দিন সাং-সোনাদিয়া বাজার, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৮। শাহিন বেপারী (৪৩) পিতা-আলেক চান সাং-আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯৯। বালু শাহজাহান (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০০। বাবু (২৭) পিতা- মতিউর রহমান মতি, সাং- আইলপাড়া, আদমজী নগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০১। ল্যাংড়া খোকন (৫০) পিতা- অজ্ঞাত, কাউন্সিলর, ১০ নং ওয়ার্ড, সাং- গোদনাইল, আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০২। সাগর (৩৮) পিতা-জাহাঙ্গীর সাং-কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০৩। সজল (৪০) পিতা-মোহাম্মদ হোসেন সাং-নতুন বাজার, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০৪। কালন (৩৮) পিতা-রফিক, সাং-কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১০৫। জামান মিয়া (৪৮) পিতা-আঃ রউফ মিয়া, সাং-কুতুবপুর ৪নং ওয়ার্ড থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ, 

১০৬। রাজু আহম্মেদ (৪৫) পিতা-আঃ রহমান সাং-সন্তাপুর থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ, 

১০৭। মিন্টু মিয়া (৩৮) পিতা-আইয়ুব আলী, সাং-ভূইগড় থানা-ফতুল্লা জেল্যা-নারায়ণগঞ্জ, 

১০৮। সাগর আহম্মেদ (৩৭) পিতা-আমির হোসেন সাং-দেলপাড়া ৭/কুতুবপুর থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ, 

১০৯। বেকার জসিম (৫২) পিতা-অজ্ঞাত, সাং-আইলপাড়া সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১০। কাদির (৫৪) পিতা- অজ্ঞাত সাং-সুমিলপাড়া আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১১। বরিশাইল্যা মজিবর (৫৮) পিতা- সরুপ আলী খান, সাং-কদমতলী প্রধান মসজিদের পাশে, সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।

১১২। শহিদুজ্জামান সৌরভ (২৬) পিতা-হারুন অর রশিদ, সাং-মজিববাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১৩। খায়রুল (৪৫), পিতা-অজ্ঞাত সাং-গোদনাইল ২নং ঢাকেশ্বরী বার্মাশীল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১৪। রিফাত (৩৮) পিতা-আব্দুল মতিন সাং-আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১৫। মামুন (৫০), পিতা-হাজী লাল মিয়া, সাং-এস ও রোড, মন্ডলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১৬। শাহজালাল বাদল (৪২), পিতা- নুর সালাম উভয় সাং টেক পাড়া, শিমরাইল, চিটাগাংরোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

১১৭। মোঃ সিরাজুল ইসলাম পিতা, মৃত চাঁন মিয়া, সাং-শিমরাইল (বাংলাদেশ পেপার মিলের পিছনে বাড়ি), থানা-সিদ্ধিরগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ।