নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ১৪ মে ২০২৫

সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ এর  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে সেক্রেটারি ফারুক আহমাদ মুন্সির সঞ্চালনায় বুধবার এ কমিটি গঠন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,জেলা সেক্রেটারি, মুহা. জাহাঙ্গীর করিব, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা, যুবায়ের হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন নারাণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ মুহা, মামুনুর রশিদ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আসনভিত্তিক কমিটি গঠন কার্যক্রম চলছে।

মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নব্য কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেয়ার উদাত্ত আহবান জানান।