নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

২৪ নং ওয়ার্ডে পানির জন্য হাহাকার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৮, ১০ জুন ২০২৫

২৪ নং ওয়ার্ডে পানির জন্য হাহাকার

বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডে ঈদের আগের দিন থেকে খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় পানির অভাবে সকলের খাবার পানিসহ গোসল এবং দৈনন্দিক কাজে ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের।

মানুষ নিরাপায় হয়ে নদীতে গিয়ে নোংরা পানিতে গোসল সারছেন। এতে করে অনেকের শরীরে চর্ম রোগ দেখা দিয়েছে। অবশেষে ঈদের ২দিন পর গাড়ি দিয়ে সামান্য পানি মহল্লায় দিলেও বৃহত্তম জনগোষ্ঠি পানি থেকে বঞ্চিত।পানির অভাবে সকলে ভোগান্তিতে পড়েছেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পাম্প বিকল হওয়ায় পানি সরবরাহ করা যাচ্ছে না তাই বাসিন্দারা ভোগান্তিতে পড়েছে। তবে গাড়ি দিয়ে খাবার পানি দেয়া হচ্ছে। সরকারি ছুটি থাকায় পাম্প মেরামত করা যাচ্ছে না। ছুুটি শেষে হলেই পাম্প মেরামত করে পানি সরবরাহ পুনরায় চালু করা হবে।

এ ব্যপারে গাড়ি দিয়ে পানি সরবরাহকারী ইকবাল বরেন, নবীগঞ্জ পাম্পটি বিকল হওয়ায় ২৪নং ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে ২/৩ দিনের মধ্যে পাম্প মেরামত হলেই পানির সমস্য দুর হয়ে যাবে।