বন্দরে প্রবাস ফেরৎ যুবক সামছুল হক (৩৬) হত্যা মামলায় শাকিল বেপারী (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাকিল বেপারী বন্দর রেললাইন কলাবাগ এলাকার শাহজাহান বেপারী ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ২৪(১০)২৫ নং মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গত ১২ অক্টোবর (রোববার) সকাল ৯টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকার সমরক্ষেত্রস্থ জনৈক মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের আত্মীয় ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার বাসিন্দা ১ সন্তানের জনক সামছুল হক দীর্ঘ দিন প্রবাসে জীবন যাপন করে অসুস্থ্য জনিত কারনে গত ১ বছর পূর্বে দেশে আসে ।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে প্রবাস ফেরৎ যুবক সামছুল হকের নিকট থেকে তারই বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল সেট ক্রয় করে।
মোবাইল ফোনটি নষ্ট থাকার কারনে মোবাইল বিক্রেতা সামছুল হকের সাথে তারই বন্ধু মোবাইল ক্রেতা সবুরের সাথে বাকবিতন্ড পর থেকে নষ্ট মোবাইল বিক্রেতা সামছুল হক নিখোঁজ রয়।
এর ধারাবাহিকতা রোববার সকালে স্থানীয় এলাকাবাসী জনৈক মুন্না মিয়ার পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উল্লেখিত পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।


































