নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৬, ১৪ জুন ২০২৪

রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সুমি বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। গ্রেপ্তার সুমি লক্ষ্মীপুরের নতুন বাজার এলাকার সেলিম আহমেদের স্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

র‌্যাব জানায়, রূপগঞ্জের সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯ হাজার ৬৩০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

ওই নারীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।