নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

ডিপিডিসি

নারায়ণগঞ্জ পশ্চিম জোন: কোথায় কখন লোডশেডিং

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:০৫, ১৯ জুলাই ২০২২

নারায়ণগঞ্জ পশ্চিম জোন: কোথায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন এক থেকে দুই ঘন্টা লোডশেডিং থাকবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতেও। ইতিমধ্যে কোন অঞ্চলের কোন কোন এলাকায় কখন এবং কতক্ষণ লোডশেডিং থাকবে সেই তালিকা প্রকাশ করেছে বিদ্যুৎ বিপননকারী প্রতিষ্ঠান ডিপিডিসি। তবে, বিদ্যুৎ বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সময়ের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ।
ডিপিডিসি নারায়ণগঞ্জ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লোডশেডিংয়ের সময়সূচী নিন্মরূপ।
 

নারায়ণগঞ্জ পশ্চিমাঞ্চল


সিদ্ধিরগঞ্জের মৌচাক ও শিমরাইল এলাকায় সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা এবং রাত ১২টা হতে ১টা;

শুকরসী রোড এলাকায় রাত ১টা হতে ২টা এবং রাত ৮টা হতে রাত ৯টা;

সারুলিয়ায় রাত ২টা হতে ৩টা এবং রাত ৯টা হতে রাত ১০টা;

সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় রাত ৩টা হতে ৪টা এবং রাত ১০টা হতে রাত ১১টা;

ভূমিপল্লী ও মাজার এলাকায় ভোর ৪টা হতে ৫টা এবং রাত ১১টা হতে রাত ১২টা;

এসএসটি বেভারেজ এলাকায় ভোর ৫টা হতে ৬টা;

মালটি ওয়েল, আল আকসা ও প্রগতি স্টিল এলাকায় ভোর ৬টা হতে সকাল ৭টা;

মিজমিজি ও কালু হাজী এলাকায় সকাল ৭টা হতে ৮টা;

মিজমিজি বাতনপাড়া এলাকায় সকাল ৮টা হতে সকাল ৯টা;

সিআইখোলা ও কদমতলী এলাকায় সকাল ৯টা হতে সকাল ১০টা;

ভূঁইয়াপাড়া এলাকায় সকাল ১০টা হতে ১১টা;

ইপিজেড ও সাইলো এলাকায় সকাল ১১টা হতে দুপুর ১২টা;

আঁটি এলাকায় দুপুর ১২টা হতে দুপুর ১টা;

হিরাঝিল বাতানপাড়া এলাকায় দুপুর ১টা হতে দুপুর ২টা;

অ্যাপোলো এলাকায় দুপুর ২টা হতে বিকেল ৩টা;

আদমজী ইপিজেড এলাকায় দুপুর ৩টা হতে বিকেল ৪টা;

কদমতলী এলাকায় বিকেল ৪টা হতে বিকেল ৫টা;

তাতখানা রোড, গোদনাইল ও কদমতলী এলাকায় বিকেল ৫টা হতে বিকেল ৬টা;

জুলফিকার স্টিল ও ভূঁইয়াপাড়া এলাকায় বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফতুল্লা ডিপিডিসি

সকাল ১০টা হতে সকাল ১১টা : দাপা ও শৈলকুড়া।

সকাল ১১টা হতে দুপুর ১২টা : কাঠেরপুল ও সস্তাপুর।

দুপুর ১২টা হতে দুপুর ১টা : কোতালেরবাগ, লালপুর পৌষা পুকুরপাড়।

দুপুর ১টা হতে দুপুর ২টা : সস্তাপুর ও উপজেলা পরিষদ।

দুপুর ২টা হতে বিকেল ৩টা : শেহারচর ও লাল খা।

দুপুর ৩টা হতে বিকেল ৪টা : দাপা ও ইউনিয়ন পরিষদ।

বিকেল ৪টা হতে বিকেল ৫টা : নন্দলালপুর, পিলকুনি জোড়া মসজিদ, পোলপাড় ও দেলপাড়ার কিছু অংশ।

বিকেল ৫টা হতে বিকেল ৬টা : নয়ামাটি, কাঠেরপুল ও বৌবাজার।

বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : পাগলা বাজার ও হিন্দু মন্দির।

সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা :অক্টো অফিস, মাসদাইর, সুগন্ধা হাউজিং, পাগলা বাজার ও রেললাইন।

রাত ৮টা হতে রাত ৯টা : রামারবাগ।

রাত ৯টা হতে রাত ১০টা : শিবু মার্কেট, লামাপাড়া, রামারবাগ ও স্টেডিয়াম।

আরও পড়ুন :ডিপিডিসি নারায়ণগঞ্জ পুর্ব জোন: কখন কোন এলাকায় লোডশেডিং

সম্পর্কিত বিষয়: