নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫

খাজা রহমত উল্লাহ জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৫ (মরণোত্তর)তে ভূষিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:২৩, ১২ মে ২০২২

খাজা রহমত উল্লাহ জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৫ (মরণোত্তর)তে ভূষিত 

ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে জাতীয় হকি দলের একসময়ের অপরিহার্য খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জাতীয় ক্রীড়া পুরস্কার(মরণোত্তর),২০১৫তে ভূষিত হয়েছেন। 


বুধবার (১১ মে) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার গ্রহণ করেন প্রয়াত খাজা রহমত উল্লাহ'র সহধর্মিনী নাদিরা রহমত উল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরকারি বাসভবন গণভবন থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

প্রসঙ্গত: ২০১৭ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশকে এশিয়া কাপের আয়োজক করার নেপথ্য কারিগর খাজা রহমত উল্লাহ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে তিনি হার্ট অ্যাটাক করেন। সাবেক এই জাতীয় তারকাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের অন্যতম ক্রীড়া সংগঠক হকি তারকা খাজা রহমতউল্লাহ নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সদস্য ছিলেন। 
 

সম্পর্কিত বিষয়: