নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ সেপ্টেম্বর ২০২৩

সনমান্দীতে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫১, ১৮ মার্চ ২০২৩

সনমান্দীতে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত 

কলম ধরো জীবন গড়ো,মাদক ছাড়ো খেলা ধরো" এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশ্চিম সনমান্দি যুব জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ক্রিকেট ম্যাচ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ)দুপুরে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী মালেক মেম্বার মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচটি পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স বনাম পূর্ব সনমান্দি জব্বর একাদশ  মধ্যে অনুষ্ঠিত হয়৷ 

 

টস জিতে পশ্চিম সনমান্দী নাইট রাইডারস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য পূর্ব সনমান্দী জব্বার ইঞ্জিনিয়ার একাদশ টিমকে ৭৩ রানের টার্গেট দেয় সনমান্দী নাইট রাইডারস।

 

নির্ধারিত ১২ ওভারে জব্বার ইঞ্জিনিয়ার একাদশ ৫৭ রান তুলতে সক্ষম হয়।পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স দল পূর্ব সনমান্দী জব্বার ইঞ্জিনিয়ার একাদশকে ১৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

 

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়। 

 

ফাইনাল খেলায় বিবি আছিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি দৈনিক কালেরকন্ঠ পত্রিকার আলহাজ্ব মনিরুজ্জামান মনির। 

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ পোল্ট্রি ডিলার এসোসিয়েশন সভাপতি জহিরুল ইসলাম খোকন।খেলার  উদ্ধোধক ছিলেন সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠানে  ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন  রাসেল আহম্মেদ,ফয়সাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

 

ফাইনালে ম্যাচে অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ ছিলো গ্রাম বাংলা ঐতিহ্যেবাহী অন্ধের হাড়ির ভাংগা খেলা দেওয়া।অন্ধের হাড়ির ভাংগা খেলায় বিজয় অর্জন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি দৈনিক কালের কন্ঠ মনিরুজ্জামান মনির।

সম্পর্কিত বিষয়: