ফতুল্লা প্রেসক্লাব এবং ফতুল্লা সমবায় মার্কেটের উদ্যোগে গ্রামাবাংলার ঐতিহ্যবাহী হাডুডু টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে এই খেলার উদ্বোধন করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু,নাট্যব্যাক্তিত্ব ফজলুল হক পলাশ প্রমুখ।
এসময় রিয়াদ মোঃ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ফতুল্লা ডিআইটি মাঠে খেলাধূলার আয়োজন করা হয়না। এখন থেকে ফতুল্লা প্রেসক্লাব এবং ফতুল্লা সমবায় বাজারের উদ্যোগে এ মাঠে নিয়মিত খেলা চলবে। খেলাধুূলার এই আয়োজনের জন্য আমাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।