নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

কালিরবাজারে ফলের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩২, ২৭ মার্চ ২০২৩

কালিরবাজারে ফলের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় পাইকারি ফলের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। 


সোমবার (২৭ মার্চ) বিকালে ফলের বাজার মনিটরিং ও অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।  এ সময় বাজার মনিটরিং কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন। 


সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিং এর সময় কালিরবাজার চারারগোপে  মূল্য তালিকা প্রদর্শন না করায় পাইকারি  অল ও খেজুর বিক্রির আড়ৎ বাবু বাণিজ্যলয়কে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।