নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ সিটি পার্কে ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৪, ১৫ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি পার্কে ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে জিমখানায় ছুরিকাঘাতে শাহাদাত (৩২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ। এরআগে বুধবার দিবাগত রাত ১১টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে। 

পুলিশের ধারণা মাদককারবারের দ্বন্দ্বের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। সে শহরের নতুন জিমখানা এলাকার ৩ নম্বর গলির মৃত গিয়াসউদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানাগেছে, সিটি পার্কের ভেতরে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, নিহত যুবক একজন মাদককারবারি। ধারণা করা হচ্ছে, মাদককারবারের দ্বন্দ্বের জেরে তাকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়।  তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।