নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

বন্দর উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদপার্থী মাকসুদকে শোকজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০০, ২৭ এপ্রিল ২০২৪

বন্দর উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদপার্থী মাকসুদকে শোকজ

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। 

কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।

শোকজ নোটিশে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এ ছাড়া অনুমতি ব্যতীত অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন।