নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল আর নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ২৫ ডিসেম্বর ২০২৫

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল আর নেই

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এবং কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এম সাইফুল্লাহ বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। এই জটিল রোগের কারণেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর নামাজে জানাজা গতকাল রাতে (২৫ ডিসেম্বর) বাদ এশা কাশীপুর খিল মার্কেটস্থ ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কাশীপুর কবরস্থানে দাফন করা হয়।

এম সাইফুল্লাহ বাদলের মৃত্যুতে নারায়ণগঞ্জ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফতুল্লা অঞ্চলে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।