নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রোড মার্চ : না’গঞ্জে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৩১, ৭ জানুয়ারি ২০২৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রোড মার্চ : না’গঞ্জে ব্যাপক প্রস্তুতি

২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ বিভিন্ন দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে দুই দিনব্যাপী কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে রোড মার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।


এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস বলেন, সরকারি দলের ২০১৮ সালের ইশতেহারের প্রতিশ্রম্নতি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিশাল লোকবল নিয়ে রোড মার্চ কর্মসূচী সফল করার জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবেন। আমাদের ন্যায্য দাবী যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অধিকার আদায়ের শান্তি প্রিয় আন্দলন চলছে চলবে।


জানাগেছে, শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার শাহবাগ চত্বরে জমায়েত হয়ে পদযাত্রাসহ প্রধানমন্ত্রী বরাবর তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেবে। এতে ধর্মীয়- জাতিগত সংখ্যালঘু ও আদীবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রম্নতি বাস্তবায়নের আহ্বান জানানো হবে।


রোড মার্চের দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ইত্যাদি উল্লেখযোগ্য।
 

সম্পর্কিত বিষয়: