নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫

শ্রমিকদের মাঝে না’গঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ২৮ নভেম্বর ২০২৫

শ্রমিকদের মাঝে না’গঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ফতুল্ল বিসিক শাখার উদ্যােগে শতাধিক শীতার্ত শ্রমজীবীদের মাঝে শুক্রবার বাদ আসর শীত বস্র বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ  জামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, থানা সভাপতি খোরশেদ আলম রবিন প্রমুখ।