নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে বিদ্যুৎ স্পৃষ্টে অটো চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:১৩, ৮ মে ২০২২

সোনারগাঁয়ে বিদ্যুৎ স্পৃষ্টে অটো চালকের মৃত্যু

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোমেন মিয়া (২৮) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) বিকেলে মোমেন মিয়া তার অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হলে শুক্রবার বিকেলে বাসায় চার্জ দিতে যায়। 


চার্জ লাগিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।


সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।