বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
সে দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।
ধৃতকে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩(৯)২৪ নং মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি ) সন্ধ্যায় বন্দর থানার ফুলহরস্থ একটি ইটভাটা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, ধৃত আওয়ামীলীগ নেতা অহিদুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে হামলা চালানোর সময় অহিদ উপস্থিত ছিল বলে পুলিশ জানায়।
এই ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

































