নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে ট্রাক চাপায় পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫২, ১৮ মে ২০২৪

আড়াইহাজারে ট্রাক চাপায় পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশ এসে গাড়ির জন্য অপেক্ষা করছিল।

হঠাৎ করে চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে প্রায় দু"ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷ এক পর্যায়ে তারা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।