নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ভূয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৭, ৩০ জুলাই ২০২৪

সোনারগাঁয়ে ভূয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সারোয়ার হোসেন (৫২) নামে এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল ৩টার দিকে নিজেকে ওষুধ প্রশানের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান মো. সারোয়ার হোসেন। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। 

এক পর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ওষুধ প্রধাসনের চাকরিজীবী প্রমাণ পত্র চাওয়ার পর তা দেখাতে পারেনি। এমনকি তখন তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি জব্দ করে পুলিশ।

ভূয়া ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকেন।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।