নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৩, ১৭ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এসময় বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠে। হামলার সময় নারীদের শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ তোলা হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আহত হাসান মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এরআগে বুধবার রাতে সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের আব্দুস সোহবানের ছেলে মো. হাসানের সঙ্গে একই এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে কবির হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় রাত সাড়ে ৮ টার দিকে কবির হোসেনের নেতৃত্বে তার ভাগিনা মাসুম বিল্লাহ, বোন মাহমুদা বেগমসহ ১০-১২জনের বহিরাগত সন্ত্রাসী নিয়ে দা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে হাসানের বাড়িতে হামলা করে।

এসময় হাসানকে পেয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করে। এক পর্যায়ে তার ডাক চিৎকারে তার ফুফু মাহেলা বেগম ও ভাবি সুমাইয়া আক্তার এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে তাদের কাপড় চোপড় টেনে হেঁচড়ে শ্লীলতাহানী করে। এসময় তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত হাসান মিয়া জানান, প্রতিপক্ষরা এক দাগে জমি ক্রয় করে অন্য দাগে এসে জোরপূর্বক দখল করে। রাস্তার পাশে জমির দাম বেশি হওয়ার কারনে স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে ম্যানেজ করে আমাদের জমি দখল করার পাঁয়তারা করে। এতে বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা করে। 

অভিযুক্ত কবির হোসেন জানান, ক্রয় সূত্রে মালিক হয়ে তারা জমি দখলে রয়েছেন। তাদের জমি হওয়ায় তারা দখলে নিয়েছেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।