
বন্দরে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক সম্রাট গাজী (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি গাজী বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ফারুক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গাজীকে উল্লেখিত মামলায় মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগস্থ রাত্রী স্বর্ণ শিল্পালয়ের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি গাজী বন্দরের একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।