নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ১৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

ফতুল্লায় শব্দদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৩টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

সোমবার (১৮ আগষ্ট) নারায়নগঞ্জ লিংক রোডে শিবুমার্কেট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিল এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৩ টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা ও ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত বিষয়: