নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে জেলা পরিষদের ৩ লাখ টাকার অনুদান প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৬, ৬ জুন ২০২৩

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে জেলা পরিষদের ৩ লাখ টাকার অনুদান প্রদান

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে তিন লাখ টাকা অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর হাতে চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

 

অনুদানের ৩ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা ক্লাবের মুজিবুর রহমান বাদল পাঠাগারের জন্য বই এবং বাকি ২ লাখ টাকা অভ্যন্তরীণ ক্রীড়া সামগ্রী কেনার জন্য দেয়া হয়। 


চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী পরিষদের সদস্য আবু আল আমিন খান মিঠু ও স্থায়ী সদস্য দীলিপ কুমার মন্ডল। 


প্রেস ক্লাবকে অনুদান প্রদান করায় প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জেলা পরিষদ প্রেস ক্লাবের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল পরিষদের যে কোন উন্নয়ন মূলক কাজে প্রেস ক্লাবকে পাশে থাকার আহবান জানান।