নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুর্ধর্ষ ছিনতাইকারী হাবুর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:৪৩, ২৩ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুর্ধর্ষ ছিনতাইকারী হাবুর মৃত্যু

নারায়নগঞ্জে ছিনতাইকালে বেশ কয়েকটা মামলার আসামী শাহাদাত হোসেন হাবু (৩২) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মৃত্যু  হয়েছে।


 

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায়।

নিহত হাবিবুর রহমান ওরফে হাবু  শহরের ২ নং বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে  হাবু শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সকল কিছু ছিনিয়ে নিতো হাবু ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে আবার উক্ত এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে মারা যায় ওই ছিনতাইকারী। এসময় সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনীতে ওই ছিনতাইকারী মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাবুর বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া গণপিটুনী দিয়ে হত্যার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়: