নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

জনস্বাস্থ্য বিষয়ে কোনো আপোষ নয়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৮, ১১ মার্চ ২০২৪

জনস্বাস্থ্য বিষয়ে কোনো আপোষ নয়

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প , নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের (বিসিকে) উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় নারায়ণগঞ্জ, ঢাকা চাদপুর জোনের লবণ মিল মালিক তাদের প্রতিনিধিদের নিয়ে অর্ধবার্ষিক পর্যালোচনা সভা অনষ্ঠিত হয়

সোমবার (১১ মার্চ) নারায়নগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মহামুদুল হকের সভাপতিত্বে উক্ত পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (গ্রেড -), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়, জনাব ডক্টর আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক , বিসিক ঢাকা,জনাব ইঞ্জিনিয়ার সরোয়ার হোসেন, প্রধান লবণ সেল , বিসিক, জনাব ইঞ্জিনিয়ার আকিব আবরার , ভারপ্রাপ্ত ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জনাব সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মাহমুদুল হাসান , উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ,।

এছাড়াও বিসিক নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর বিভিন্ন কর্মকর্তা, লবণ মিল মালিক তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

উক্ত পর্যালোচনা সভায় নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর জোনের জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ , ছয় মাসের বিভিন্ন লবণ ফ্যাক্টরি থেকে সংগৃহীত নমুনা লবণের আয়োডিনের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়

লবণ সেল প্রধান জনাব সরোয়ার হোসেন পর্যালোচনা সভাটির সঞ্চালনা করেন উক্ত সভায় যে সমস্ত লবণ ফ্যাক্টরি উৎপাদন পর্যায়ে লবণ আইন ২০২১ অনুসারে সঠিক মাত্রায় আয়োডিন মিশিয়ে লবণ উৎপাদন করেছে তাদের করতালির মাধ্যমে উৎসাহিত করা হয়েছে

আবার যে সব ফ্যাক্টরি আইন অনুযায়ী পরিমিত পরিমাণে আয়োডিন ব্যাবহার করেনি তাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সতর্ক করে দেন এবং কারখানার বন্ধ করে দেয়ার কথা বলেন

উন্মুক্ত আলোচনায় নারায়ণগঞ্জ লবণ মিল মালিক গ্রুপের সভাপতি জনাব পরিতোষ কান্তি সাহা ক্রুড সল্ট এর মান উন্নয়ন খুচরা বাজারে লবণ বিক্রির নির্দিষ্ট মূল্য তালিকা তৈরি করতে বিসিক চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষন করেন

বিশেষ অতিথির বক্তব্যে নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর ভারপ্রাপ্ত ন্যাশনাল প্রোগ্রাম অফিসার জনাব ইঞ্জিনিয়ার আকিব আবরার সর্বজনীন লবণ আয়োডিনযুক্ত করন প্রকল্পে নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করেন

জনাব কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয় পর্যালোচনা আয়োজনে সহযোগিতার জন্য নিউট্রিশন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জ্ঞাপন করেন, তিনি ব্যবসায়ীদের সততার সাথে পরিমিত পরিমাণে আয়োডিন ব্যাবহার করে লবণ উৎপাদন করতে আহ্বান জানান এসময় তিনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেন

প্রধান অতিথির বক্তৃতায় জনাব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (গ্রেড -) লবণ মিল মালিকদের আইন মেনে ভোজ্য লবণ উৎপাদন করার পরামর্শ দেন পাশাপাশি আইন না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য বিসিক জেলা কার্যালয়কে আদেশ করেন

তিনি সার্বিক সহযোগিতার জন্য নিউট্রিশন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান এবং এই সহযোগিতা অব্যহত রাখার কথা বলেন

উক্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হক লবণ মিল মালিকদের আইন মেনে পরিমিত পরিমাণে আয়োডিন মেশানোর কথা বলতে, পাশাপাশি যে সমস্ত লবণ কারখানা আইন মেনে পরিচালনা করছেন তাদের উৎপাদন বন্ধ করার কথা বলেন

ব্যাপারে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক এর নেতৃত্বে কমিটি গঠন করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি আরও বলেন সঠিক মাত্রায় আয়োডিন পাওয়া জনগণের অধিকার, তিনি এই অধিকার রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নিবেন বলে কথা দেন