নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৪, ৩১ মার্চ ২০২৪

লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ মহাতীর্থ অষ্টমী পূর্ণ স্নান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এপ্রিলের ১৫ ও ১৬ তারিখ এ পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে।

সভায় বক্তরা বলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্য স্নান সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ উৎসবকে সম্পন্ন করতে সকলেই যার যার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। এছাড়াও নিরাপত্তার সার্বিক ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা ব্যবস্থায় ৭টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে এবং নৌ-পথেও মেডিকেল টিম ও পুলিশের ব্যবস্থা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, লাঙ্গলবন্দ মহাতীর্থ অষ্টমী পূর্ণ স্নান উৎযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: