নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

না’গঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৩৬ জনের নামে আরও এক হত্যা মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

না’গঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৩৬ জনের নামে আরও এক হত্যা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যার অভিযোগে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহাম্মেদ পলাশ সহ ৩৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নিহতের স্ত্রী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্রজনতার উপর ককটেল বিস্ফোরণ করে ভীতির সৃষ্টি করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারি গুলি ও মারধর আরম্ভ করেন। 

এসময় আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি যারা এলোপাথারি আঘাত করলে বদিউজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন।

মামলার আসামিরা হলেন :

১. শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পিতা-মৃত শেখ মজিবুর রহমান মাতা- স্থায়ী: (৩২ নং ধানমন্ডি) , উপজেলা/থানা- ধানমন্ডি, জেলা -ঢাকা, বাংলাদেশ

২. ওবায়দুল কাদের সাবেক সেতু মন্ত্রী পিতা-মৃত মোশারফ হোসেন মাতা- স্থায়ী: (বড় রাজাপুর) , উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা -নোয়াখালী, বাংলাদেশ

৩. এ কে এম শামীম ওসমান পিতা-মৃত এ কে এম সামসুজোহা মাতা- স্থায়ী: (৯৯ নং নবাব সলিমুল্লাহ রোড,পূর্ব চাষাড়া) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৪. আজমিরী ওসমান পিতা-মৃত আলহাজ্ব নাসিম ওসমান মাতা- স্থায়ী: (৯৯ নং নবাব সলিমুল্লাহ রোড,পূর্ব চাষাড়া) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৫. অয়ন ওসমান পিতা-এ কে এম শামিম ওসমান মাতা- স্থায়ী: (৯৯ নং নবাব সলিমুল্লাহ রোড,পূর্ব চাষাড়া) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৬. জাকিরুল আলম ভূইয়া হেলাল (সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ পিতা- মাতা- স্থায়ী: (কাশিপুর) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৭. শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু (সভাপতি নারায়নগঞ্জ মহানগর যুবলীগ পিতা- মাতা- স্থায়ী: (কাশিপুর) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৮. আইয়ুব আলী পিতা-মোঃ হোসেন আলী মাতা- স্থায়ী: (কাশিপুর) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৯. বাবু পিতা-খোকা মিয়া মাতা- স্থায়ী: (পশ্চিম দেওভোগ) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১০. সবুজ পিতা-বদু মিয়া মাতা- স্থায়ী: (পশ্চিম দেওভোগ) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১১. সবুজ সিকদার পিতা-ইউনুছ সিকদার মাতা- স্থায়ী: (৫ নং খেয়াঘাট) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১২. শফিক (জাহাজী শ্রমীক ফেডারেশন) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (৫ নং খেয়াঘাট) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৩. কাজী শাওন পিতা-কাজী দৌলত হোসেন মাতা- স্থায়ী: (নিউ হাজীগঞ্জ ,হাজীগঞ্জ বাজার সংলগ্ন) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৪. আব্দুল মজিদ খন্দকার পিতা-মৃত সামসুদ্দিন খন্দকার মাতা- স্থায়ী: (৪০/১ নিউ হাজীগঞ্জ) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৫. খোকন পিতা-মোহর আলী মিয়া মাতা- স্থায়ী: (নিউ হাজীগঞ্জ বাজার) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৬. রহমান পিতা-আব্দুল কাদের মিয়া মাতা- স্থায়ী: (নিউ হাজীগঞ্জ বাজার) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৭. কামাল হোসেন পিতা-মৃত মোহাম্মদ আলী মাতা- স্থায়ী: (হাজীগঞ্জ, হাজীগঞ্জ বাজার) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৮. সেলিম আহম্মেদ হেনা পিতা-মৃত আলাউদ্দিন (ড্রাইভার) মাতা- স্থায়ী: (২৭ নং নিউ হাজীগঞ্জ, মাতবর বাড়ী) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

১৯. রুস্তম (সদস্য জাহাজী শ্রমিক ফেডারেশন) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (৫ নং খেয়াঘাট) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২০. আক্তার (সদস্য জাহাজী শ্রমিক ফেডারেশন) পিতা-মফিজ উদ্দিন মাতা- স্থায়ী: (৫ নং খেয়াঘাট) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২১. মোঃ শামিম পিতা-আলম ফাইটার মাতা- স্থায়ী: (সারুলিয়া) , উপজেলা/থানা- ডেমরা, জেলা -ঢাকা, বাংলাদেশ

২২. কাউছার আহম্মদ পলাশ পিতা-মৃত ইদ্রিস আলী মাতা- স্থায়ী: (আলীগঞ্জ) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৩. লিটন পিতা-মৃত বজলু মিয়া মাতা- স্থায়ী: (নাগবাড়ী মোড়) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৪. কবির (জাহাজী শ্রমিক ফেডারেশন) পিতা-শাজাহান মাতা- স্থায়ী: (৫ নং খেয়াঘাট) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৫. নিজাম খা পিতা-কিতাব আলী খা মাতা- স্থায়ী: (মোল্লার হোড়া) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা, বাংলাদেশ

২৬. পান্না (জাহাজী শ্রমিক ফেডারেশন কার্যালয়) পিতা-জালাল মাতা- স্থায়ী: (ডেমরাঘাট) , উপজেলা/থানা- ডেমরা, জেলা -ঢাকা, বাংলাদেশ

২৭. সঞ্জিত চন্দ্র দাস পিতা-গোপাল চন্দ্র দাস মাতা- স্থায়ী: (দিঘলদী,পোঃ সাবদী বাজার) , উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ:বর্তমান: (টানবাজার) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৮. মোঃ আবুল হোসেন পিতা-মৃত আনছার আলী প্রধান মাতা- স্থায়ী: (৭২/৫ এস এম শাহ রোড) , উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

২৯. গাজী নূরে আলম পিতা-মৃত এলেম গাজী মাতা- স্থায়ী: (লালপুর) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩০. রফিকুল ইসলাম ওরফে কানা রফিক পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (দাপা ইদ্রকপুর বেপারীপাড়া) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩১. মোজাম্মেল (বিসিক জুট সন্ত্রাসী) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (ফতুল্লা) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩২. রোমান (বিসিক জুট সন্ত্রাসী) পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (দাপা) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৩. মোঃ শাহাবুদ্দিন আকন্দ পিতা-মৃত ইসমাইল মিয়া মাতা- স্থায়ী: (রূপসী) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৪. জাকির হোসেন চেয়ারম্যান, আলীরটেক ইউনিয়ন পরিষদ পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (অজ্ঞাত) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৫. ফজর আলী ,চেয়ারম্যান গোগনগর ইউনিয়ন পরিষদ পিতা-মৃত আমির আলী মাতা- স্থায়ী: (নতুন সৈয়দপুর,গোগনগর) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

৩৬. মোঃ শাহীন রাজু মেম্বার ( সাধারন সম্পাদক আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগ,প্যানেল চেয়ারম্যান পিতা-অজ্ঞাত মাতা- স্থায়ী: (অজ্ঞাত) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন