নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে মশারি বিতরণ কর্মসূচিতে মশারি নিতে আসেনি কেউ। সেই সাথে কেউ না আসায় শেষ পর্যন্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ‘জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গু মুক্ত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আয়োজনে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরিদ্র নাগরিকদের মাঝে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সেই সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
সেই সাথে দুপুর আড়াইটার দিকে নাসিকের একটি ওয়ার্ডের সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে কথা বলছেন। তারা অনুষ্ঠানস্থলে আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছেন। তখন কয়েকজন নারীকে অনুষ্ঠানস্থলে বসা থাকতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় অনুষ্ঠানস্থল থেকে একে একে সকলকে চলে যেতে।
নাসিকের নগর ভবনের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন নারী এসেছিলেন মশারী নিতে। তারা জানান, ওয়ার্ড সচিবের অনুরোধে তারা এখানে এসেছিলেন। তাদের এলাকায় ডেঙ্গুর অনেক প্রকোপ। ময়লা ঠিকমতো পরিস্কার না করায় ডেঙ্গু বেড়েছে। মশার ওষুধও নিয়মিত ছিটায় না।
নাসিকের ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল বলেন, তাকে কয়েকজন দরিদ্র নাগরিককে অনুষ্ঠানস্থলে নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি ২ জন নারীকে নিয়ে এসেছিলেন।
পরে তাকে অনুষ্ঠান সঞ্চালনার জন্য বলা হয়। তিনি কিছুক্ষণ সঞ্চালনা করার পরে জানতে পারেন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে অনুষ্ঠানস্থলে লাগানো ব্যানার ও সাউন্ড সিস্টেম খুলে ফেলা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম বলেন, কি কারণে অনুষ্ঠান হয়নি সেটা বলতে পারছি না। আমার জানা নেই। প্রথমে শুনলাম হবে এরপর শুনলাম হবে না। আমাকে প্রথমে বলা হয়েছিলো থাকার জন্য। যখন আমি মশারি নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম অনুষ্ঠানটি হবে না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ আমার অনুমতি নেয় নি। পরে আবার প্রোগ্রাম কেন বাতিল করলো সেটাও জানা নেই। এই বিষয়ে খোঁজ নিয়ে জানাতে পারবো।
তবে এ বিষয়ে কথা বলতে নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


































