নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে ৫টি আসনে বৈধ প্রার্থীর তালিকা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৩০, ৪ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে ৫টি আসনে  বৈধ প্রার্থীর তালিকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।  জেলার ৫টি আসনে ৪৫ জন প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে  ৭ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর)  সকালে  মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষ হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বৈধ প্রার্থীরা হলেন-নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার- (তৃণমূল বিএনপি),  শাহাজাহান ভুইয়া- (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা- (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান- (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম- (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম- (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী- (স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম- (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি), শাহজাহান- (জাকের পার্টি),  আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি)।

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে  কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) , মো, মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), এরফান হোসেন (স্বতন্ত্র),  মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), মো. আরিফ (মুক্তিজোট), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)। 

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম আহ‌মেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)

 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে  একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি), মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

আরও পড়ুন: নারায়ণগ‌ঞ্জে যে কারণে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বা‌তিল