নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ জুলাই ২০২৫

কলাগাছিয়ায় বিজয়ী দেলোয়ার প্রধান (লাঙ্গল)

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:৫৯, ১২ নভেম্বর ২০২১

কলাগাছিয়ায় বিজয়ী দেলোয়ার প্রধান (লাঙ্গল)

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান (লাঙ্গল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৫৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি কাজিম উদ্দিন (নৌকা) পেয়েছেন ১২ হাজার ৯৪৯ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী (আনারস) গোলাম মোস্তফা পেয়েছেন ১৯ ভোট, জাকের পাটির জাহাঙ্গীর আলম (গোলাপ ফুল) ৭৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার মো: শাহাব উদ্দিন পেয়েছেন ১ হাজার ৪৮৪ ভোট।

এখানে মোট ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৯৯৭ জন। ভোট কাস্ট হয়েছে ২৭ হাজার ৯৩০টি। বাতিল ভোট ৪৭১টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬।

 

সম্পর্কিত বিষয়: