
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক-২১’ প্রদান, অ্যাকক্রোবেটিক প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার রুনা লায়লা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
এছাড়ও আর উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষ- শিক্ষার্থীরা ও নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।