নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫

আজ ইয়ানা জান্নাতি সূরার জন্মদিন 

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:২১:৪২, ১০ নভেম্বর ২০২৩

আজ ইয়ানা জান্নাতি সূরার জন্মদিন 

ইয়ানা জান্নাতি সূরা'র জন্ম ২০১৫ সালের ১০ই নভেম্বর। ৮ বছর পূর্ণ করে আজ পা রেখেছেন ৯-এ। 

 

এই দিনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড এলাকায় তার পিতা সাংবাদিক মোঃ ইমরান আহমেদ ও মাতা মোসাৎ জুথি আক্তারের ঘরকে আলোকিত করে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেন।

 

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমরান আহমেদ। তিনি তার একমাত্র কন্যা ইয়ানা জান্নাতি সূরার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সূরা সকলের মাঝে সত্যতার সাথে বেঁচে থাকতে পারেন এবং আল্লাহ-তায়ালা কুরআনের আলোকে তার জীবন গড়ার তৌফিক দান করেন।

সম্পর্কিত বিষয়: