নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে ৮ম দিনে ৭৭ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত:০৪:১০, ৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জে ৮ম দিনে ৭৭ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা 

নারায়ণগঞ্জে লকডাউনের ৮ ম দিনেও কঠোর অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট।

বৃৃহস্পতিবার (৮ জুলাই) শহরের বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত ছিল ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি ইমরান ফারুক জানান, লকডাউনের ৮ম দিনে স্বাস্থ্য বিধি না মানায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ২৩টি টিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৭ মামলায় ৯৫ হাজার ২৯০ টাকা জরিমানা আদায় করেছেন । 

 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী ইউএনও আরিফা জহুরা বলেন, সরকারের দেয়া লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের ২৩ টি টিম কাজ করেছে। এসময় সরকারের বিধি নিষেধ অমান্য করায়

৭৭ মামলায় ৯৫ হাজার ২৯০ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি তারা যেন বিধি নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।এসময় সকলের মাঝে মাক্স ও বিতরন করেন ইউএনও আরিফা জহুরা।