নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

অভিযান পত্র গ্রন্থের পাঠ উন্মোচন 

বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ

সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে  শান্তির  পৃথিবী চাই, সর্বমানবিক স্বদেশ   চাই এই শ্লোগানে সাম্য- সম্প্রীতি-দ্রোহের স্বরচিত  কবিতা পাঠ ও অভিযান পত্রের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।  

শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের  জেলা শিল্প কলা একাডেমি নারায়ণগঞ্জ এর সেমিনার রুমে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি আনিসুল হক এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রইস মুকুল, কবি পুলক হাসান, কবি দীপক ভৌমিক,  কবি আল আশরাফুল বিন্ধু,মাদক বিরোধী সচেতন নাগরিক সচেতন সমাজ এর সভাপতি কবি মোঃ বদরুল হক।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।

আলোচনায়  বক্তারা  আগামীর সুন্দর  বাংলাদেশের গড়ে তোলার  প্রত্যাশা ও   বৈষম্য বিরোধী ছাত্র জনতা গনঅভূথ্যানের বিষয় আলোচনায়  তুলে ধরেন  ।

অতিথিদের আলোচনার সময়  উপস্থিত কবিদের মধ্যে  স্বরচিত কবিতা পাঠ করেন, কবি কবির ভূইয়া,এস.ডি. শংকর, সুমন সরকার, আশা মনি,এস.এ.বিপ্লব, জয়নুল আবেদীন জয়, আবুল কালাম আজাদ, মেহেরাব উদ্দীন সিদ্দিক, রুহুল আমিন রুদ্র, মোঃ শাহ্ আলম, সালমা ডলি,আহমেদ রউফ, নাজমুল হোসাইন খান,শুক্কুর মাহমুদ জুয়েল, ফরিদুল মাইয়ান,এড.আমজাদ হোসেন, কালু সিকদার, ইয়াসিন আরাফাত, মেহেরাব সিদ্দিক ও পুষ্পিতা সহ প্রমূখ।

কবিতাপাঠ শেষে অভিযানপত্র গ্রন্থের পাঠ উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি রাজলক্ষ্মী ও আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন। 

সম্পর্কিত বিষয়: