বন্দরে সাংবাদিক কল্যান সমিতি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব রোটারিয়ান মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে সাধারন সভায় সবার সম্মতি ক্রমে একটি পুনাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে হাজী রোটারিয়ান হাজী মোবারক হোসেন কমল খানকে পুনরায় সভাপতি ও মো: কবির হোসনকে সাধারন সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট একটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ সভাপতি পদে শরিফ হাসান চিস্তি, নূর জামান মোল্লা, এস এম শাহীন, যুগ্ম সম্পাদক ইমরান মৃধা, মাহফুজুল আলম জাহিদ, অর্থ সম্পাদক মেহেবুব হোসেন, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম সিপু, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আরিফ নির্বাহী সম্পাদক জি.এম. সুমন, হাজী নাসির উদ্দিন,আমির হোসেন, শাহ জামাল, মো: ইমাম হোসেন ও মো: বিল্লাহ হোসেন। সাধারন সভায় মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়।