নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

“যুক্তখবর” প্রকাশক-সম্পাদক এর পিতার ইন্তেকাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৮:৪৩, ১০ জুন ২০২১

“যুক্তখবর” প্রকাশক-সম্পাদক এর পিতার ইন্তেকাল

“যুক্তখবর” প্রকাশক-সম্পাদক হীরা আক্তারের পিতা মো. গিয়াসউদ্দিন প্রধান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী........ রাজিউন। বুধবার (৯ জুন) ভোর ৬ টার দিকে বন্দর পদুঘরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ ৫ বছর। হাসপাতাল থেকে চিকিৎসা ব্যবস্থা শেষে বার্ধক্য জনিত করণে তিনি গত দুই মাস যাবত ভোগছিলেন। বুধবার বেলা ১১ টায় ১২ কুশিয়ারা ভদ্রসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হয়।


জানাযা শেষে নবীগঞ্জ কেন্দ্রীয় ঈদ গাঁ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে ও নাতিন-নাতিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। ৫ জন ছেলে মেয়েদের মধ্যে হীর আক্তার সবার ছোট। 


“যুক্তখবর” প্রকাশক-সম্পাদক হীরা আক্তারের পিতা মো. গিয়াসউদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর  শোক প্রকাশ করেছেন। 
 

সম্পর্কিত বিষয়: