কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির মাসিক সভা শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় শহরের বঙ্গবন্ধু সড়কের শাহ নেওয়াজ চেম্বারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাব, নারায়ণগঞ্জের সভাপতি মাজাহার হোসেন মাজুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ক্যাব, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, সহসভাপতি অমিতাব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আফরোজা বেবী, কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, কার্যকরি সদস্য গোলাম মহিউদ্দিন, সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, হাকীম জয়নুল আবেদীন, মো: দিদার এলাহী ইকবাল, এস এম রকনুজ্জামান মিঠু, এস এম বিজয়, ফোরকান উদ্দিন সেলিম ও গোলজার হোসেন।
সভায় আগামীদিনে নারায়ণগঞ্জের সকল উপজেলায় ক্যাবের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং ভেজাল ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধে ক্রেতা-বিক্রেতার মধ্যে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা জোরদার করতে হবে বলে সভায় মতামত দেন বক্তারা।
প্রসঙ্গত: মাসের শেষ শনিবার ক্যাব, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়।