নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৫, ২৫ মে ২০২২

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় যুবক নিহত

 আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত মো. ডালিম (৪০) নামে যুবক মারা গেছেন।
    
মঙ্গলবার (২৪ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বুধবার (২৫ মে) দুপুরে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বজনরা।
    
নিহত ডালিম উপজেলার শ্রীনিবাসদী এলাকার রমিজ উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন।
    
এদিকে, সকালে নিহতের লাশ আড়াইহাজার শ্রীনিবাসদী এলাকায় এনে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

নিহত ডালিমের বোন জামাতা আব্দুল আউয়াল বলেন, আমার শ্যালক ডালিম ২৪ মে সকাল সাড়ে ৮ টায় বাসা থেকে হেঁটে আড়াইহাজার বাজারে যাচ্ছিল। ৯ টার দিকে জালাকান্দি বোনাফাইড মশারি মিলের সামনে রাস্তা পারাপারের সময় পেছনে থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত এক সিএনজি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা এসে ডালিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডালিম মারা যান।'
    
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সম্পর্কিত বিষয়: