১০ মহরম পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভার আয়োজন করে মহাজোটের শরীক দল বাংলাদেশ জনদল (বিজেডি)।
মঙ্গলবার (৯ জুলাই) বিকালে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে দলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব মেহেবুবুল হক তালুকদার টগর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ ও ফায়সাল রায়হান।
দলের মহাসচিব সেলিম আহমেদ এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মো. আবুল হাসেম। পরে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন দলের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান হাবিব।


































