নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪২, ২৬ আগস্ট ২০২৩

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. হৃদয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত মো. হৃদয় কুমিল্লা জেলার দেবীদ্বার থানার  বিংলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৬ আগষ্ট) দুুপরে র‌্যাব-১০’র  কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সেবেশ কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।  

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতালা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।