নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২২, ২১ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডেলসহ খোরশেদ আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে সাইফুল ওরফে সাধু (৪০) নামে আরো এক মাদক কারবারি। 


গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়মাটি ভাংতি বটতলা জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 


মাদক ব্যবসায়ী খোরশেদ আলম বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়মাটি এলাকার কবির হোসেন কবুল্লা মিয়ার ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী সাইফুল ওরফে সাধু একই এলাকার মৃত সামছুল হক মিয়া ছেলে বলে জানাগেছে।

 

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৬(৯)২৩। 


ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ও পলাতক মাদক ব্যবসায়ী সাইফুল ওরফে সাধু র্দীঘ দিন ধরে ধামগড় ইউনিয়নের নয়ামাটি ও ভাংতি এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী সাইফুল ওরফে সাধু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।